Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

  

 

কালের স্বাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ১১ টি গ্রামর মধ্যে স্থানে অবস্থিত লক্ষীকুন্ডা ইউনিয়ন পরিষদ। শিক্ষা সংস্কৃতি ধর্মীয় অনুষ্ঠান পালন ও খেলাধুলা নিয়ে তার আপন গতিতে চলমান।

ক) নামঃ ৭নং লক্ষীকুন্ডা ইউনিয়ন পরিষদ।

খ) আয়তন ৫০.৬৮ বর্গ কিঃমিঃ

গ) লোকসংখ্যাঃ ২২,৭৬৫ জন।

ঘ) গ্রামের সংখ্যাঃ ১১টি।

ঙ) মৌজার সংখ্যাঃ ১১টি।

চ) হাট/বাজারের সংখ্যাঃ ৭টি।

ছ) উপজেলা থেকে যোগাযোগের ব্যবস্থা- রিক্সা, টেম্পু, সি.এন.জি, ইজি বাইকের মাধ্যমে।

জ) শিক্ষার হারঃ ৬০% (২০০১ সালের আদাম শুমারী অনুষারে)

ঝ) সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৫টি।

ঞ) বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা-১টি।

ট) উচ্চ বিদ্যালয়ের সংখ্যা ৫টি।

ঠ) এবতেদায়ী মাদ্রাসা-১টি, দাখিল মাদ্রাসা-১টি, হাফেজিয়া মাদ্রাসা-৩টি।

ড) দায়িত্বরত চেয়ারম্যন- মোঃ আনিসুল হক মোল্লা।

ঢ) ধর্মীয় স্থান-ঈদগাহ-৫টি, কবরস্থান-৪টি, মসজিদ-১৮টি, মন্দির-২টি।

ন) ঐতিহাসিক পর্যটন স্থান-৩টি।

ত) ইউপি নতুন ভবন স্থাপিত কালঃ ২০০৯-২০১০।

দ) নবগঠিত পরিষদের বিবরণঃ

                     * মোঃ আনিস-উর-রহমান শরীফ -চেয়ারম্যান (০৭-০৮-২০১৬ ইং তারিখ হইতে।)

                     * মোছাঃ সালেহা খাতুন- সদস্য, সংরক্ষিত আসন-১

                     * মোছাঃ ফরিদা খাতুন- সংরক্ষিত আসন-২

                     * মোছাঃ মাহাফুজা থাতুন- সংরক্ষিত আসন-৩

                     * মোঃ আকরাম হোসেন- সদস্য ওয়ার্ড নং-১             

                     * মোঃ আতিয়ার রহমান- সদস্য ওয়ার্ড নং-২ 

                     * মোঃ লিখন আলী- সদস্য ওয়ার্ড নং-৩

                     * মোঃ জিয়াউল ইসলাম- সদস্য ওয়ার্ড নং-৪ 

                     * মোঃ বাবলু মালিথা- সদস্য ওয়ার্ড নং-৫

                     * মোঃ ইসরাইল হোসেন মোল্লা- সদস্য ওয়ার্ড নং-৬ 

                     * মোঃ আব্দুল সামাদ বিশ্বাস- সদস্য ওয়ার্ড নং-৭ 

                     * মোঃ সাকাত আলী- সদস্য ওয়ার্ড নং-৮ 

                     * মোঃ হাবিবুর রহমান- সদস্য ওয়ার্ড নং-৯ 

গ্রাম সমূহের নামঃ

              কৈকুন্ডা, লক্ষীকুন্ডা, পাকুডিয়া, বুড়ারমপুর, নুনুল্লাপুর, দাদাপুর, চরকুড়ুলিয়া, কামালপুর, ঘোড়ামারা, 

              বিলকেদার, বাবুলচারা, বিলকেদার।

 

ইউনিয়ন পরিষদের জনবলঃ

                     * নির্বাচিত জনপ্রতিনিধী-১৩ জন।

                     * ইউনিয়ন পরিষদ সচিব-১ জন।

                     * ইউনিয়ন গ্রামপুলিশ-৯ জন।

                     * ডিজিটাল সেন্টার উদ্দোক্তা-২ জন।